রবিতে ১৫ জিবি ফ্রি ডাটা পাবে চবি শিক্ষার্থীরা।

 প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ০৯:৪৯ অপরাহ্ন   |   চট্টগ্রাম


কাজেমুল হাসান শাহেদ, চবি প্রতিনিধিঃ

অনলাইন ক্লাসে উপস্থিতি বাড়াতে প্রতি মাসে ১৫ জিবি ইন্টারনেট ডাটা বিনামূল্যে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। দেশের অন্যতম মোবাইল অপারেটর রবি সিমে এ সেবা পাবে চবির সকল শিক্ষক-শিক্ষার্থীরা।বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান জানান, ‘বাংলাদেশে যেহেতু সর্বত্র ইন্টারনেট সুবিধা সমান নয়, তাই দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা আমাদের শিক্ষার্থীদের অনলাইন ক্লাস গ্রহণ নির্বিঘ্ন করতে প্রতি মাসে ১৫ জিবি মোবাইল ডাটা দেওয়ার উদ্যোগ নিয়েছি। এতে আমরা পাশে পেয়েছি বাংলাদেশের অন্যতম কানেক্টিভিটি প্রোভাইডার রবিকে। তাঁদের সাথে আমাদের চুক্তি হয়েছে। শীগ্রই এ সিদ্ধান্ত বাস্তবয়ন করা হবে।’রেজিস্ট্রার বলেন, ‘করোনার কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় শাটল ট্রেনসহ আনুষঙ্গিক অনেক খরচ বেঁচে গিয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এসব বেঁচে যাওয়া অর্থ শিক্ষক-শিক্ষার্থীদের কল্যানার্থে ব্যয় করা হবে।’

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর গত ১৬ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরমধ্যে গত ৬ সেপ্টেম্বর অনলাইন ক্লাস শুরু করে বিশ্ববিদ্যালয়টি। তবে শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে অংশ নিলেও দুর্বল গতির ইন্টারনেট, ডিভাইসের সমস্যা, পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যাসহ বিভিন্ন কারণে ৫০ শতাংশের বেশি শিক্ষার্থী উপস্থিত থাকতে পারছেন না বলে জানা গেছে।

চট্টগ্রাম এর আরও খবর: