দুর্গাপূজা উপলক্ষে রক্তিম ব্লাড ডোনার সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পুষ্পেন্দু মজুমদার শুভেচ্ছা।

 প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ১১:০৫ অপরাহ্ন   |   চট্টগ্রাম


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রতিনিধিঃ

 শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন রক্তিম ব্লাড ডোনার সোসাইটি চেয়ারম্যান পুষ্পেন্দু মজুমদার।

হিন্দুদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব  শুভেচ্ছা জানিয়ে উৎসবের সফলতা প্রত্যাশা করেন তিনি। 

পুষ্পেন্দু মজুমদার  তার বাণীতে বলেন, “শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমি বাংলাদেশসহ বহির্বিশ্বের হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।


“বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তিপ্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমানকাল ধরে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা পালন করে আসছে। এ উৎসব সর্বজনীন।


 পুষ্পেন্দু মজুমদার বলেন, “দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুসংহত করুক-এ কামনা করি।”

চট্টগ্রাম এর আরও খবর: