পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ।
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরাং উচ্চ বিদ্যালয়ে এই করোনাকালীন সময়ে পরীক্ষার নামে টাকা হাতিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে বিদ্যালয় কৃর্তপক্ষ।চলতি বছরে করোনার কারনে স্কুল বন্ধ দীর্ঘ ৭ মাস কিন্তু বছরের শেষে এসে শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিচ্ছে মাসিক ফি ও পরীক্ষার ফি নামে হাজার হাজার টাকা ,যা এই অবস্থায় অনেকে দিতে অক্ষম।শিক্ষা ব্যবস্থাকে ব্যবসায়ীক পন্থা হিসেবে অবলম্বন করে টাকা আয় করতেছেন।এই পরিস্থিতিতে শত শত ছাত্রছাত্রী ও এদের অভিভাবকরা দুচিন্তায় আছেন।এই মহামারীতে টেকনাফের হতদরিদ্র পরিবারের ছেলেমেয়েদের স্কুলের অতিরিক্ত ফি অনেকের জন্য কস্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। স্কুলের অনেক ছাত্রছাত্রীদের সাথে কথা বলে জানা যায় সবাই অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ করেন।এরা বলেন, আমাদের অনেক পিতামাতা অসচ্ছল তাই অতিরিক্ত বেতন বা পরীক্ষার ফি দেওয়া সম্ভব হচ্ছেনা।