মহামায়া ইউনিয়নে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ- আলোচিত বার্তা

 প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২০, ০৫:৪৪ পূর্বাহ্ন   |   চট্টগ্রাম




সাখাওয়াত হোসেন  (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৫ নং মহামায়া ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার "অসহায় ও প্রতিবন্ধী কল্যান উন্নয়ন ফাউন্ডেশন" কর্তৃক নির্দেশনায় অনুযায়ী সারাদেশের ন্যায় অত্র ইউনিয়নে সমাজ কল্যাণ মন্ত্রণালয়'র উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও মোবাইল থেরাপি ভ্যান ক্যাম্পিং ২০২০ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ১০ টায় অত্র ইউনিয়নে আবদুল হক চৌধুরী ডিগ্রী কলেজ ও বিশ্ব বিদ্যালয়'র হল রুমে হুইল চেয়ার ও মোবাইল থেরাপি ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। অত্র ইউনিয়ন ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মেহেরাজ হোসেন সাকিব'র সঞ্চালনায় ও ইউনিয়ন আ'লীগের সভাপতি শাহাজাহান মিনু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক গরীবশাহ্ হোসেন বাদশা চৌধুরী।


এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য ওবায়দুল হক, আ'লীগ নেতা জহির উদ্দিন, আব্দুল মমিন, শ্রমিকলীগ নেতা সাহাব উদ্দিন চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চট্টগ্রাম এর আরও খবর: