কোটালীপাড়ায প্রভাংশু বিশ্বাস হত্যাকারিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

 প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০, ০৩:১৩ পূর্বাহ্ন   |   চট্টগ্রাম








গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ







গোপালগঞ্জের কোটালীপাড়ায প্রভাংশু বিশ্বাস হত্যাকারিদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কোটালীপাড়ার সর্বস্হরের সান্তি প্রীয় জনতার আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন শুশীল কুমার বিশ্বাস,পুলিন চন্দ্র বিশ্বাস,সাগর বিশ্বাস,মৃনাল কান্তি বিশ্বাস,স্বপন কুমার বিশ্বাস,গকুল বিশ্বাস,হিরণময বিশ্বাস প্রমুখ।

উল্লেখ্য গত বিশবছর আগে উপজেলার সিকিরবাজারে অবস্হিত বাংলাদেশ মেডিকেলের কর্মচারি প্রভাংশু বিশ্বাসকে নির্মম ভাবে হত্যা করা হয়। এঘটনায নিহত প্রভাংশু বিশ্বাসের পরিবারের পক্ষ থেকে কোটালীপাড়া থানায একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত প্রভাংশু বিশ্বাস ভুতেরবাড়ি গ্রামের প্রেমানন্দ বিশ্বাসের ছেলে।

চট্টগ্রাম এর আরও খবর: