রাষ্ট্রীয় ষড়যন্ত্রকারী এবং শান্তি চুক্তি বিরোধী আঞ্চলিক দলের কাছে কোন অবস্থাতেই ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সদস্যরা আপোষ করবে না

 প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২১, ০১:২২ অপরাহ্ন   |   চট্টগ্রাম



গুইমারা(খাগড়াছড়ি)প্রতিনিধি:

ইউপিডিএফ গণতান্ত্রিক দলের গুইমারা,রামগড়ও মাটিরাঙ্গা উপজেলার দায়িত্বরত সমন্বয়ক  সুলেন চাকমা বলেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রকারী এবং শান্তি চুক্তি বিরোধী আঞ্চলিক দলের কাছে কোন অবস্থাতেই ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সদস্যরা আপোষ করবে না। ইউপিডিফ গণতান্ত্রিক দলের সভাপতি  শ্যামলকান্তি চাকমার নেতৃত্বে জুম্ম জাতি এবং পাহাড়ি-বাঙালি অসাম্প্রদায়িক চেতনা বোধ সর্বদা অব্যাহত থাকবে।

শুক্রবার সকালে মাটিরাঙ্গা মাছবাজারে (গনতান্ত্রিক)এর উদ্যোগে গুইমারা,রামগড় উপজেলা বিভিন্ন এলাকার দুস্থ অসহায় শতাধিক শীর্তাতদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে সুলেন চাকমা এ সব কথা বলেন।

এসময় গুইমারা উপজেলা সমন্বয়ক নবীন চাকমার সঞ্চালনায় ,রামগড় উপজেলার সহকারী সমন্বয়ক সুর্য্য চাকমার সভাপতিত্বে  প্রধান অতিথি  ছিলেন  তিন উপজেলার দায়িত্বরত সমন্বয়ক  সুলেন চাকমা। এছাড়াও  সাবেক গুইমারা ইউপি চেয়ারম্যান বিনয় চাকমা, অক্ষয়মনি চাকমা হেডম্যানসহ গুইমারা ও রামগড় এলাকার  সকল পাড়া কার্বারি ,হেডম্যান ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দিদারুল আলম,গুইমারা(খাগড়াছড়ি)প্রতিনিধি:

মোবা:০১৫৫৬৬০৫৫৫২

চট্টগ্রাম এর আরও খবর: