আবারও সিএনজি অটোরিকশা চালকদের পাশে মানবিক চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল
সাখাওয়াত হোসেন ,ছাগলনাইয়া প্রতিনিধি ঃ
করোনাভাইরাস লকডাউন ও পবিত্র মাহে রমযান দুটি দিক বিবেচনায় সিএনজি চালকদের অবস্থা খুবই খারাপ।
বেকার সিএনজি অটোরিকশা চালকের কথা চিন্তা করে ছাগলনাইয়া উপজেলার চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল টানা তৃতীয় বারের মতো উপহার সামগ্রী বিতরণ করেন।
৩ মে সোমবার বিকেলে ছাগলনাইয়া উপজেলা পরিষদ জামে মসজিদের পাশে ৩ শতাধিক সিএনজি অটোরিকশা চালকের মাঝে ৩য় দফায় এই উপহার সামগ্রী বিতরণ করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সাধারণ মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। এই সিএনজি চালকদের জন্য এসব উপহার সামগ্রীর ব্যবস্থা করেন বিশিষ্ট, শিল্পপতি আরাফিন আজাদ চৌধুরী বাদল।
এ সময় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি,রাজনীতিবিদ, সাংবাদিকবৃন্দ প্রমুখ।