ফারুক খান এমপির ব্যাক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা প্রদান ।

স্টাফ রিপটারঃ
রিয়াজুৃল ইসলাম রেন্টু ঃঃ
আজ ২২ এপ্রিল ২০২০ রোজ বুধবার বাংলাদেশ জাতীয় সংসদ - ২১৫ গোপালগঞ্জ -১সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুহাম্মদ ফারুক খান এমপির ব্যাক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা প্রদান কর্মসুচির দ্বিতীয় পর্যায়ের অংশ হিসাবে আজ দ্বিতীয় দিনে মুকসুদপুর উপজেলার, মুকসুদপুর পৌরসভা, পশারগাতী,মহারাজপুর,বাটিকামারী,দিগনগর,রাঘদী,গোহালা,ও মোচনা, ইউনিয়ানের ১৭০০ দরিদ্র পরিবার কে খাদ্য সহায়তা প্রদান করে, এসমায় উপস্হিত চিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র জনাব এ্যাড,আতিকুর রহমান মিয়া, সংগ্রামী সাধারন সম্পাদক রবিউল আলম শিকদার, যুগ্ন সাধারন সম্পাদক সাহিদুর রহমান টুটুল, মহিউদ্দিন আহমেদ মুক্ত, সিরাজুল ইসলাম মিয়া, এান ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন,প্রচার সম্পাদ জাহিদুর রহমান সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বিভিন্ন স্পটে উপস্হিত থেকে নেতাকর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি খাদ্য সহায়তা প্রদান নিশ্চিত করেন