চাঁওচা "বন্ধু স্মৃতি সংসদ" এর পক্ষ থেকে ১৫০ পরিবারকে ত্রান বিতরন

নিজেস্ব প্রতিনিধি,
Covid-19 মহামারী করোনা ভাইরাসের লকডাউনে কারনে বেকার হয়ে পরেছেন দেশের সকল শ্রেনী পেশার মানুষ।
তাই আজ ২৩ এপ্রিল মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের চাঁওচা গ্রামের "বন্ধু স্মৃতি সংসদ"এর পক্ষ থেকে গ্রামের ৮ ও ৯ নং ওয়ার্ডের,অসহায় ও মধ্যবৃও ১৫০ টি,পরিবারের মধ্যে ত্রান বিতরন করেন।চাঁওচা বন্ধু স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃছিরু ভূইয়া,ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বাচ্চু মিয়া সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস মিয়া, সহ-সভাপতি মিন্টু মিয়া, বাচ্চু ভূইয়া,ক্রিয়া সম্পাদক পশাল খাঁন"বি"টিমের সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কাজী নূর হোসেন মুকুল, সাধারণ সম্পাদক, পবিএ তপাদার, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট ওয়াহিদুজ্জামান (ওয়াহিদ) ভূইয়া,সহ-সভাপতি ঝুমুর বসু,সহ-সভাপতি সোহেল মিয়া,সাংগঠনিক সম্পাদক আল-আমিন মিয়া,প্রচার সম্পাদক মেহেদী মুন্সী,রিপন খন্দকার,সদস্য সোহাগ মুন্সী, সদস্য ফারুক মিয়া,"সি"টিমের সভাপতি জাসুদ ভূইয়া, সাধারণ সম্পাদক মামুন মোল্লা,সিনিয়র সহ-সভাপতি শাওন মিয়া,সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া,সহ- সভাপতি চান মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক, সহিদ ভূইয়া,সহ-সভাপতি সাদ্দাম মিয়া,সহ-সভাপতি সম্রাট ভূইয়া, শাকিল ভূইয়া,সেলিম ভূইয়া,এদের উদ্যোগে বন্ধু স্মৃতি সংসদ ত্রান বিতরন করেন।
এসব স্থানীয় ব্যাক্তিবর্গে মধ্যে উপস্থিত ছিলেন, জনাব আঃ আজিজ মোল্লা,বাটিকামারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আরজু ভূইয়া, আমেরিকা প্রবাসী মোঃ বাবলু মিয়া,প্যাট্ট বাংলার সিবিআই এর সভাপতি মোঃ সাহেব আলাী মিয়া,ছোবাহান ভূইয়া,ডাঃ ফকোরুদ্দীন মোল্লা,দবির মোল্লা,আওয়াল মেম্বর,কায়ছার মেম্বর,ওয়াদুদ মেম্বর,,জলিল মিয়া,রশিদ মিয়া,নান্নু বসু, হিরু সর্দার, মাহাবুব মেম্বার,সহ আরো স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বন্ধু স্মৃতি সংসদের "বি"টিমের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট ওয়াহিদুজ্জামান (ওয়াহিদ) ভূইয়া, জানান যে,২০০২ সালে প্রতিষ্ঠিত এই চাঁওচা বন্ধু স্মৃতি সংসদ। এটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন।আমাদের এই সংগঠনে বর্তমানে ৩ টি,টিম রয়েছে, গ্রামের সিনিয়রা যাহারা এটি প্রতিষ্ঠা করেন তাহারা এই সংগঠনের " এ" টিমের সদস্য ও বর্তমানের ঘুবকদের নিয়ে গঠিত "বি"টিম,ও বর্তমানের ইয়াংদের নিয়ে গঠিত" সি"টিম, আমাদের এই বন্ধু স্মৃতি সংসদের বর্তমান সদস্য সংখ্যা প্রায় ২৫০ জন।
এই সংগঠনটি প্রতিষ্ঠার পর হতেই সম্পূর্ন নিজেদের অর্থায়নে পরিচালিত হয়ে আসছে।বন্ধু স্মৃতি সংসদ সব সময় আত্ম মানবতার সেবায় নিয়োজিত। প্রতিবছর এই সংগঠন০ হতে নিয়মিত, ক্রিকেট খেলা ও ফুটবল খেলার টিম ছারা হয়।ও বন্ধু স্মৃতি সংসদ দেশের বিভিন্ন এলাকায় ক্রিকেট ও ফুটবল খেলায় অংশ গ্রহন করে থাকে। গ্রামের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সম্পূর্ণ করে থাকেন।
"বি" টিমের সাধারণ সম্পাদক পবিত্র তপাদার জানান যে,covid-19 করোনা ভাইরাসের লক ডাউনে গ্রামের সকল পেশার মানুষ বেকার হয়ে পরেছেন। বিধায় বন্ধু স্মৃতি সংসদের পক্ষ থেকে নিজেরের অর্থায়নে আমরা আমাদের চাঁওচা গ্রামের সকলের মধ্যে সমন্বয় করে ১৫০ টি পরিবারের মধ্যে আমরা ত্রান বিতরন করি।
সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস মিয়া বলেন যে, আমাদের এই ক্লাবটি সব সময় দলবল ধর্ম বর্ন নির্বিশেষে সব সময় যে কোন প্রকার সামাজিক কর্মকাণ্ড পরিচালনা হয়ে আসছে।
" বি" টিমের সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কাজী নূর হোসেন মুকুল জানান যে, আমাদের চাঁওচা গ্রামে প্রায় ৫ হাজার লোকের বসবাস, যেখানে বাটিকামারী ইউনিয়নের ২টি ওয়ার্ড ৮ও৯নং ওয়ার্ড নিয়ে আমাদের এই গ্রামে বর্তমানে শিক্ষার হার প্রায় ৯৫% যাহার ফলে সকলে সকলের প্রতি খুবই আন্তরিক,বিধায় কোন প্রকার ধামেলা ছাড়াই অত্যান্ত সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে আমাদের এই বন্ধু স্মৃতি সংসদ। আমরা সরকারী সাস্থ্য বিধী মেনে ৩ ফিট দূরত্ব বজায়রেখে আমরা আমাদের এই ত্রান বিতরন করি। এই সময় তিনি গ্রাম বাসীকে সরকারী স্বাস্থ্য বিধী মেনে চলার পরামর্শ দেন।এবং বিনা প্রয়োজন বাড়ীর বাইরে যেতে নিষেধ করেন,ও একান্ত প্রয়োজনে বাড়ীর বাইরে গেলে সকলে মাক্স ব্যাবহার ও বাইরে থেকে এসে কিছু সংস্পর্শ করার আগে সাবান পানি দিয়ে ভাল ভাবে হাত ধোঁয়ার পরামর্শ দেন।তিনি আরও বলেন যে, আশাকরি আমাদের মাঝে এই বন্ধন যদি আমারা সারা জীবন ধরে রাখতে পারি তাহলে আমরা বন্ধু স্মৃতি সংসদের মাধ্যমে আমাদের গ্রামকে আরও সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তাই আপনাদের সকলের নিকট বন্ধু স্মৃতি সংসদের পক্ষ থেকে দোয়া ও সহোযোগিতা কামনা করি।