ছাত্রলীগ নেতা সুজন শেখ এর পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরন

 প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০১:১৬ অপরাহ্ন   |   মুকসুদপুর


করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় কৃষ্ণাদিয়া গ্রামের ১ নং ওয়ার্ডে যেসব পরিবার চক্ষুলজ্জার কারণে মুখ ফুটে চাইতে পারছে না সাহায্য, তাদেরকে চিহ্নিত করে এবং অসহায় পরিবারের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ সভাপতি সুজন শেখ তার সঙ্গীদের নিয়ে শুক্রবার বিকালে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করছেন।


শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে তিনি উপজেলার কৃষ্ণাদিয়া ১ নং ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রী হাতে সুজন শেখ অসহায় পরিবারের দরজায় নক করে ডেকে বলেন,আমি  সুজন একটু উপহার সামগ্রী নিয়ে এসেছি প্লিজ দরজা খুলেন।


ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ সভাপতি সুজন শেখ জানান, ব্যক্তিগত তহবিল থেকে প্রায় পঞ্চাশ  টি পরিবারের জন্য খাদ্য সামগ্রী কেনা হয়েছে। পর্যায়ক্রমে কৃষ্ণাদিয়া গ্রামের সর্বত্র প্রকৃত অসহায়দের এ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে। কর্মহীন হওয়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

মুকসুদপুর এর আরও খবর: