মুকসুদপুরে ২৭১ হতদরিদ্রের মাঝে চাউল বিতরণ।

 প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ০৮:৫৩ অপরাহ্ন   |   মুকসুদপুর


সাইফুল ইসলামঃ-

শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ।

এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে "পৌরসভা মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন কমিটি" হতদরিদ্র ও অসহায় ২৭১পরিবারের মাঝে চাউল বিতরণ করে।


মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ঐতিহ্যবাহী

জসিমউদ্দিন সাবের মিয়া স্কুল মাঠে, পৌর বসবাসকারীদের মাঝে ২০ কেজি করে  জি,আর চাউল বিতরন করেন। 


এ সময় উপস্থিত ছিলেন,' পৌরসভা মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভাপতি ও পৌর মেয়র এ্যাডঃ আতিকুর রহমান মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসকের প্রতিনিধি মোঃ আসমত আলী, পৌরসভা মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন কমিটির প্রতিনিধি মুক্তিযোদ্ধা মোঃ রওশন আলী মিয়া, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুজ্জাত হোসেন মিয়া লিটু, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভা মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন কমিটির বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি প্রতিনিধি মোঃ ছিরু মিয়া, কমিটি কর্তৃক মনোনীত রাজনৈতিক প্রতিনিধি ও উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, সাবের মিয়া, জসিমউদ্দীন স্কুলের প্রধান শিক্ষক শুনিল মন্ডল, বনিক সমিতির সভাপতি ও মুকসুদপুর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ জহির হাসান মিয়া টিটু , পৌর আওয়ামীলীগের সভাপতি ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর মুন্সী আনোয়ার হোসেন, কমিটি কর্তৃক মনোনীত রাজনৈতিক প্রতিনিধি ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ লুৎফর মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফায়জুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা শচীন চন্দ্র বিশ্বাষ সহ পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ। এখানে উল্লেখ থাকে যে, কমিটির প্রধান উপদেষ্টা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য (সাবেক) সফল বানিজ্য মন্ত্রী এবং মুকসুদপুর - কাশিয়ানী উপজেলার উন্নয়নের রুপকার লেঃ কর্নেল মোহাম্মদ ফারুক খান এমপি মহোদয়।

মুকসুদপুর এর আরও খবর: