গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নে গরিব কৃষকের ধান কেটে দিচ্ছে ইউনিয়ন ছাত্রলীগের কর্মীরা।

 প্রকাশ: ১১ মে ২০২০, ০৫:২১ অপরাহ্ন   |   মুকসুদপুর


প্রতিবেদক-হৃদয় হোসেন রত্নঃ


মহামারী করোনা ভাইরাসের কারণে চলতি মৌসুমে ধান কাটার শ্রমিকরা বিভিন্ন জেলা থেকে আসতে না পারায়, দেখা দিয়েছে শ্রমিক সংকট। যার ফলে হতদরিদ্র ও বর্গাচাষীদের ধান কেটে দেওয়ার উদ্যোগ নেয় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। তারই ধারাবাহিকতায় মুকসুদপুর উপজেলার ছাত্রলীগের  সভাপতি শাওন আশরাফ বোরহান ও সাধারণ  সম্পাদক মেহেদী হাসান প্রত্যেক ইউনিয়নে ছাত্রলীগেরস্বেচ্ছাসেবী কমিটি গঠন করেন।


তারই ধারাবাহিকতায় (১১ ই মে ) সোমবার সকালে মোচনা ইউনিয়ন ছাত্রলীগের স্বেচ্ছাসেবী কমিটির  প্রধান সমম্বয়ক মোহাম্মদ রায়হান মীরের নেতৃত্বে , সহকারি সমম্বয়ক বিপ্লব হোসেন মোল্লা ও সার্বিক তত্ত্বাবধানে হৃদয় হোসেন রত্ন  স্থানীয় আওয়ামী লীগের সভাপতি নাছির খন্দকার ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এর উপস্থিতিতে রানা মীর,আদীব রহমান, শেখ মিজানুর রহমান, সাজ্জাদ মীর,রওনক মীর, মিঠুন হোসেন,আরিফ হোসেন , আরমান অনিক, মীর সম্রাট, সাইমন হোসেন ,শিপু হোসেন একে আজাদসহ  ৩০ সদস্য বিশিষ্ট তরুণ ছাত্রলীগ কর্মী অসহায় কৃষক ধান কেটে দেন, এবং তার বাড়ি পৌঁছে দেন।


এ প্রসঙ্গে অসহায় কৃষক ইদ্রিস মোল্লা বলেন,আমি  ২ বিঘা জমি বর্গাচাষ করি। ধান জমিতে পেকে গেছে এবং বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কিন্তু শ্রমিক নিয়ে ধান কাটার মত কোন পরিস্থিতি আমাদের নাই। আমি ছাত্রলীগের স্বরনাপর্ণ হই, যার ফলে জমির থেকে ধান ঘরে আনা সম্ভব হয়েছে।


ইদ্রিস মোল্লা  আরো বলেন, মহামারির এই দুর্দিনে বিনা পারিশ্রমিকে ছাত্রলীগের এমন মহান কর্মকাণ্ডে আমি ভীষণ খুশি। এমন মহৎ কাজে ছাত্রলীগের প্রতিটি সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া ও আশীর্বাদ করেন।


জাতির দুর্দিনে সবসময়ই অগ্র ভূমিকা পালন করে বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগ। তাদের প্রতি অগাধ ভালোবাসা ও সম্মান বোধ করছে সমগ্র জাতি।

মুকসুদপুর এর আরও খবর: