মুকসুদপুরের বাটিকামারীতে করোনায় আক্রান্ত ১ জনের মৃত্যু

 প্রকাশ: ১৯ জুন ২০২০, ১২:৫৮ পূর্বাহ্ন   |   মুকসুদপুর


গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নে,আজ বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় করোনায় আক্রান্ত হয়ে আক্কাস খাঁন (৬২) নামে এক বেক্তির মৃত্যু হয়েছে।


বাটিকামারী  ইউনিয়নের বাহাড়া গ্রামের নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় আক্কাস খাঁন মারা যান।

করোনায় মৃত্যুবরণকারী আক্কাস খাঁন বাহাড়া গ্রামের মৃত্যু জলিল খাঁনের ছেলে।



এই বিষয়ে মৃত্যু আক্কাস খাঁন এর সন্তান মহব্বত খাঁন  জানান, বেশ কিছুদিন হয় বাবা জ্বর,কাশীতে ভূগছিলেন,আমরা গত ১৫ জুন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা পরীক্ষা করিয়েছিলাম।

আজ বাবার মৃত্যুর কিছু সময় আগে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাদের ফোন করে জানান বাবার করোনা (+)। এর কিছু সময় পরে বিকাল ৫ টায় বাবা মৃত্যুবরণ করেন।

আমারা উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি স্বাস্থ্য বিভাগের লোকজন, উপজেলা প্রশাসন,পুলিশ ও ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষিত দল আক্কাস খাঁন এর লাশ দাফন করবে বলে জানান ছেলে মহব্বত খাঁন।

মুকসুদপুর এর আরও খবর: