মুকসুদপুরে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক সহ এক ডাকাত গ্রেফতার।

 প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০১:২১ পূর্বাহ্ন   |   মুকসুদপুর


গোপালগঞ্জ স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ মোড় বিশ্বরোড দিয়ে গ্যাসের সিলিন্ডার বোঝাই দুটি ট্রাক ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় এক ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে মুকসুদপুর থানা পুলিশ।

মুকসুদপুর থানা সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদরের মারকাস মসজিদের সামনে থেকে শেখ মোঃ দাউদ এর গ্যাস সিলিন্ডার ভর্তী ঢাকা মেট্রো ন ১৩-৯৭৯৫ ও বরিশাল-ট- ১১-০২২০ ট্রাক দুটি ডাকাত দলের সদস্যরা নিয়ে যায়।

মালিক শেখ মোঃ দাউদ গোপালগঞ্জ সদর থানায় অভিযোগ করে। সদর থানা থেকে বিভিন্ন থানায় বিষয়টি জানানো হয়।

সোমবার রাত সাড়ে তিনটার দিকে মুকসুদপুর কলেজ মোড় নামক স্থানে এসএই সাইফুল ও এএসআই মিজানুর রহমান সংগীয় ফোর্স নিয়ে দুটি ট্রাক সহ এক ডাকাতকে গ্রেফতার করে।

ডাকাত রবিন (২৮), শরিয়তপুর জেলার জাজিরা থানার বটতলা বাজারের মোঃ দুদু মিয়ার ছেলে।

গ্রেফতারকৃতকে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

মুকসুদপুর এর আরও খবর: