মুকসুদপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত।

 প্রকাশ: ০৮ অগাস্ট ২০২০, ০৭:৩০ অপরাহ্ন   |   মুকসুদপুর


গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মুকসুদপুর থানার আয়োজনে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন ভুঁইয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া, সহ-সভাপতি শ্যামল কান্তি বোস, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্লা, খান্দারপাড়া ইউপি চেয়ারম্যান সাব্বির খান, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মোল্লা, বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত, পৌর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন মুন্সী, সাংবাদিক সরদার মজিবুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্লা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ খান কুটি, গোবিন্দপুর ইউনিয় আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, পৌর কাউন্সিলর নুর আসাদ মৃধা, মহিলালীগ নেত্রী মেহবুবা তিথি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন।।

মুকসুদপুর এর আরও খবর: