মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড।

 প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ০৩:২০ পূর্বাহ্ন   |   মুকসুদপুর



প্রতিবেদক:-হৃদয় হোসেন রত্ন

গোপালগঞ্জ জেলার, মুকসুদপুর উপজেলা, বাঁশবাড়িয়া ইউনিয়ন এর দিঘরা গ্রামের ,বাড়ৈ বাড়ীতে আজ রাত সাড়ে নয়টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের যত সূচনা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়,রাতে চা বানানোর জন্য রান্না ঘরে বাড়ির নতুন বউ গিয়েছিল। তিনি গমের কাটা ব্যবহার করেছিলেন জ্বালানি হিসেবে। তাড়াতাড়ি করে কাজ করার কারণে তিনি উনুন সম্পূর্ণরূপে না নিভিয়ে ঘরে চলে এসেছিলেন।

ওই আগুন ধীরে ধীরে রান্নাঘরের জ্বালানির কাছে চলে আসে এবং ভয়াবহ অগ্নিকাণ্ডের সূচনা হয়।

বাড়ৈ বাড়ির মহিতোষ বাড়ৈ প্রথমে আগুন দেখতে পেয়ে চিৎকার করেন, তার কিছুক্ষণ পরেই পাশের গ্রাম ডুমুরিয়ার মসজিদে ঘোষণা দেয়া হয় আগুন লেগেছে।

স্থানীয় শখানেক আবাল বৃদ্ধ বণীতা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করেন।

জরুরি সেবার ৯৯৯ ফোন করে ফায়ার সার্ভিসকে খবরে জানানো হয়।

কিন্তু ফায়ার সার্ভিস আসার পূর্বে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

আগুনে তেমন ভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি ।

শুধু নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুজন যুবকের হালকা আগুনের আচ লেগেছে ও একজন বৃদ্ধার পা কেটেছে।

মুকসুদপুর এর আরও খবর: