বামনডাঙ্গা পশ্চিমপাড়া একতা যুব সংঘের পক্ষ থেকে ত্রান সামগ্রী প্রদান

 প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ১১:৪৭ অপরাহ্ন   |   মুকসুদপুর


প্রতিবেদক:-হৃদয় হোসেন রত্ন


আজ বিশ্ব আতংক করোনা ভাইরাসের জন্য লকডাউনে অসহায় হয়ে পড়া হত দরিদ্রদের মাঝে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার অন্তর্গত গোহালা ইউনিয়নের "বামনডাঙ্গা পশ্চিমপাড়া একতা যুব সংঘের" উদ্যোগে অত্র এলাকার প্রায় ৪০ টি পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়।

অত্র সংগঠনের সাধারন-সম্পাদক এস এম নুর-ইসলাম এর উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় উক্ত সংগঠন তথা "বামনডাঙ্গা পশ্চিমপাড়া একতা যুব সংঘের" সভাপতি জনাব আঃ গফফার শেখ বলেন,সারা জীবন মানুষের পাশে থাকতে চাই। "মানব সেবাই আমাদের লক্ষ্য"।

তাছাড়াও সংগঠনের সাধারন-সম্পাদক এস এম নুর-ইসলাম এবং উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব নুরুউদ্দিন শেখ ও জনাব নাসির শেখ বলেন আমরা মানুষের পাশে আছি,সব সময় মানুষের পাশে দাড়াতে চাই।

ত্রান পেয়ে সাধারন পরিবার খুশি হয়েছেন। খুশি কারন তারা কষ্ট করে খাবার সামগ্রীগুলো আমাদেরকে বাসায় পৌছে দিয়েছে আর সাথে তারা আমাদেরকে আগেও সাবান, মাস্ক ও সচেতনমূলক লিফলেট প্রদান করেছিলেন। 

উক্ত কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনগন। এই সংগঠনের মত প্রত্যেকটি সংগঠন যদি হত দরিদ্রদের পাশে দাড়ায় তবে হয়তোবা এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে আরেকটু মনোবল পাবে অসহায় পরিবারগুলো।

করোনাভাইরাস মৃত্যুর মিছিল বাড়ছেই বাংলাদেশ আজও নতুন করে ৭ জন মারা গেছেন। এ নিয়ে বাংলাদেশের মৃত্যুর সংখ্যা ৪৬জন ।করোনা ভাইরাসে আজকে ২০৯ জন সহ বাংলাদেশ সর্বমোট ১০১২ জন করনায় আক্রান্ত।

এবং মোট সুস্থ হয়ে উঠছেন ৪২ জন।

মুকসুদপুর এর আরও খবর: