ফেনীর ছাগলনাইয়া দুইজন (০২) মাদক ব্যবসায়ী আটক।

 প্রকাশ: ২২ অগাস্ট ২০২০, ০৪:৪৬ অপরাহ্ন   |   চট্টগ্রাম


সাখাওয়াত হোসেন (ফেনী)


ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন ঘোপাল ইউনিয়ন থেকে দুজন মাদক ব্যবসায়ীকে আটক করে ঘোপাল তদন্ত কেন্দ্রের পুলিশ।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ এর নির্দেশে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ শাহীন মিঞা এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ এ কে এম ছায়েদের রহমান, পিপিএম ও সঙ্গীয় ফোর্সসহ আসামী মোঃ আব্দুল মতিন প্রকাশ খোকন (৭০), পিতা- মৃত তাজুল ইসলাম, গ্রাম- দৌলতপুর, ছয়গড়িয়া, ০২নং ওয়ার্ড, গুড়া কাজি বাড়ি ও মোঃ শাহজাহান (৪২), পিতা- মোঃ আবদুল হাফিজ, গ্রাম- দৌলতপুর, রাজপাড়া, তিতা গাজী বাড়ী, উভয় থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনীদ্বয়কে ২০০ (দুইশত) গ্রাম গাঁজা সহ ১০নং ঘোপাল ইউনিয়নের দৌলতপুর ছয়গড়িয়া এলাকা হইতে গ্রেফতার পূর্বক মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

চট্টগ্রাম এর আরও খবর: