সাংবাদিক এম.শামশুল হুদা সহায়তা ফান্ডে হাজী মোক্তাদের মাওলা ফাউন্ডেশনের ৫০ হাজার টাকা অনুদান প্রদান।

 প্রকাশ: ২৬ অগাস্ট ২০২০, ১২:৪৭ পূর্বাহ্ন   |   চট্টগ্রাম


পুষ্পেন্দু মজুমদার, চট্টগ্রাম প্রতিনিধি ঃ

 চট্টগ্রামের হালিশহর থেকে প্রকাশিত সাপ্তাহিক জনতার খবর সম্পাদক এম.শামশুল হুদার অকাল মৃত্যুতে তাঁর এতিম সন্তানদের পড়লেখার খরচের জন্য নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছে 'হাজী মোক্তাদের মাওলা ফাউন্ডেশন'।


আজ মঙ্গলবার ২৫ আগষ্ট দুপুরে সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সস্থ ষ্ট্যান্ডার্ড ব্যাংকে ফাউন্ডেশন নেতৃবৃন্দ এম.শামসুল হুদার সন্তান সাজিমের হাতে এ টাকা তুলে দেন। এ সময় সন্দ্বীপ প্রেস ক্লাব ও সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাব প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রসঙ্গত,সন্দ্বীপের বিশিষ্ট দানবীর মরহুম হাজী আব্দুল বাতেন সওদাগরের বড় ছেলে এবং সন্দ্বীপের সাবেক সংসদ সদস্য আলহাজ মোস্তফা কামাল পাশার বড় ভাই মরহুম হাজী মোক্তাদের মাওলা প্রকাশ খোকন মিয়ার নামে প্রতিষ্ঠিত হাজী মোক্তাদের মাওলা ফাউন্ডেশনের পক্ষে উনার যুক্তরাস্ট্র প্রবাসী সন্তান মোঃ লিয়াকত আলী, শাহেদা আক্তার রিমন ও ডালিয়া পারভিন রিভা উক্ত অনুদান প্রদান করেন।


ফাউন্ডেশনের পক্ষে সাজিমের হাতে উক্ত অনুদান তুলে দেন-ফাউন্ডেশনের সদস্য সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ আবু তাহের, সদস্য মাস্টার শাহাব উদ্দিন শওকত, অ্যাডভোকেট মহিদুল মাওলা মুকুট, সন্দ্বীপ উপজেলা বিএনপি নেতা মাষ্টার আবুল কাশেম, সন্দ্বীপ উপজেলা যুবদল নেতা নিঝুম খান প্রমুখ।


সন্দ্বীপ প্রেস ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন-সভাপতি রহিম মোহাম্মদ, সদস্য প্রভাষক ফসিউল আলম, সাইফ রাব্বি, ইসমাইল হোসেন মনি, পর্যবেক্ষক সদস্য মিজানুর রহমান টিটু।


সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন- সাধারন সম্পাদক ইলিয়াছ সুমন, যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক মহি উদ্দীন খান, আইটি সম্পাদক আরেফিন তৈয়ব, অনলাইন এ্যাক্টিভিষ্ট সাদিক খান।


উল্লেখ্য, করোনাভাইরাসের প্রভাবে সন্দ্বীপে ক্ষতিগ্রস্থ শতাধিক অসহায় পরিবারের মাঝে হাজী মোক্তাদের মাওলা ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


প্রসঙ্গত, সাংবাদিক এম.শামসুল হুদা গত ১৪ আগষ্ট ২০২০ শুক্রবার বিকেলে চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ইন্তেকাল করেন। চট্টগ্রাম ও সন্দ্বীপে দুটি নামাজে জানাজা শেষে তাকে বাউরিয়া কলাতলী সংলগ্ম দুলাল বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চট্টগ্রাম এর আরও খবর: