এক ঝাঁক তরুণদের গড়া রক্তিম ব্লাড ব্লাড ডোনার সোসাইটি

 প্রকাশ: ২৯ অগাস্ট ২০২০, ১২:২৯ অপরাহ্ন   |   চট্টগ্রাম


পুষ্পেন্দু সজুমদার, চট্টগ্রাম প্রতিনিধি ঃ

এস কে সোমা, বাবা মোহাম্মদ হাবিব মিয়া।  বাড়ী হবিগন্জ বানিয়াচং  গ্রামে। পেশায় একজন গাড়িচালক।২০১৭ সালে গাড়ি ছাবি দিয়েছিলেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিম। জীবনযুদ্বে নামা এই তরুণীকে।


মানবতার টানে,  রক্তদানে কখনো পিছপা হয়নি বানিয়াচং জন্মগ্রহন করা মেয়েটি।কর্ম সূত্রে কক্সবাজারে, রোগির রক্তের প্রয়োজনে ছুটে যায় মেডিকেলে।এমন মেয়েকে জন্মদিয়ে মা হয়েছে ধন্য।যার মন প্রান মানবতার কল্যানে।রক্তিম ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে সোমা এ পর্যন্ত ৫ বার রক্ত দিয়েছেন। 


করোনার ভয়াবহতার মধ্যেই রক্তিম ব্লাড ডোনার সোসাইটির সদস্যরা মানব সেবায় নিজেদের গুটিয়ে রাখেননি। বরং যখনই কোন অসুস্থ মানুষের জন্য রক্তের প্রয়োজনে ফোন, তখনই ছুটে চলছে তারা।


 এরা কখনো রক্তদানে নিজেরাই হাত বিছিয়ে দিচ্ছে ডাক্তারের সুইয়ের নিচে আবার কখনো এলাকার মানবদরদী ভাইদের দ্বারে দ্বারে ঘুরে রক্ত সংগ্রহে মাঠে নামে। পেয়েও যায় কাংখিত গ্রুপের রক্ত। পৌছে দেয় অসুস্থ রোগীর কাছে। সোমা তাদের মতই একজন। যিনি বার বার রক্তিম ব্লাড ডোনার সোসাইটির ডাকে সাড়া দিয়ে রক্তদানে এগিয়ে এসেছে। শুধু রক্তদানে নয় মানুষের কল্যানে এই  টিমটি কাজ করে যাচ্ছে। 


এক ঝাক তরুণ উদ্দোমী যুবক/যুবতী  ইতিমধ্যে সকলের মনে স্থান করে নিয়েছে। আর এই টিম ওয়ার্কের সামনে যিনি আছেন তিনি হলেন রক্তিম ব্লাড ডোনার সোসাইটির প্রতিষ্ঠাতা,রক্তিম ব্লাড ডোনার সোসাইটির গর্ব পুষ্পেন্দু মজুমদার। সার্বক্ষনিক গাইড দিয়ে সবাইকে উৎসাহ দিয়ে যাচ্ছে।


এডমিন প্যানেলের মধ্যমনি হয়ে আছেন,ক্লিনটন দাশ,মোহাম্মদ সাইফুল ইসলাম রুবেল,রকি দাশ,জুয়েল মজুমদার,মিস সুতি দাশ মিস দীপান্বিতা দীপা,পর্না দাশ রাগিণী, অপু নন্দী, তাজুল ইসলাম,মোঃফারুক,শুভ রাম দেব,হিমাদ্রী দেবী,জয় দাশ প্রমুখ।


সংগঠনটির  এক ঝাঁক মানবতাবাদী সদ্যসবৃন্দ  আমাদের টিম ম্যানেজমেন্টের মধ্যে একটা ঐক্য    রেখেছেন। সেই ঐক্য তৈরী ও ওয়েলডান টিম তৈরীতে কাজ করে যাচ্ছে।  সবার মধ্য মানবতার বীজ আছে  বলেই মানুষের পাশে সহজেই দাঁড়াতে পেরেছেন রক্তিম ব্লাড ডোনার সোসাইটি।

চট্টগ্রাম এর আরও খবর: