প্রকাশিত সংবাদের প্রতিবাদ।

 প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২০, ০৫:১৯ অপরাহ্ন   |   চট্টগ্রাম


সাখাওয়াত হোসেন(ফেনী) 


 গোপনে নামমাত্র মূল্যে বিদ্যালয় ভবন নিলাম এ ভূয়া সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন করৈয়া বহুপার্শ্বিক উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল আলম। প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন নিলাম সংক্রান্ত যাবতীয় নিয়ম অনুসরণ করে নির্ধারিত তারিখ ও সময়ে দরদাতাদের উপস্থিতিতে ম্যানেজিং কমিটির সভায় সর্বোচ্চ দরদাতাকে নিলাম বিজয়ী হিসেবে ভবনটি দেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু ২০ আগস্ট তারিখে    দৈনিক সমকাল পত্রিকার মতো বহুল জনপ্রিয় পত্রিকার লোকালয় পাতায় মিথ্যা সংবাদ প্রকাশে পত্রিকার  প্রতিনিধি অন্যের দ্বারা প্রলুব্দ হয়ে ভুল তথ্য বহুল মিথ্যা ও ভূয়া সংবাদ প্রকাশ করেছেন বলে উল্লখ করেন। তিনি  এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদকর্মীদের তথ্য নির্ভর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ করেন।

চট্টগ্রাম এর আরও খবর: