আসন্ন দেওটি ইউ'পি নির্বাচনে সাংবাদিক সেলিমকে চেয়ারম্যান প্রার্থী দেখতে চায় ইউনিয়নবাসী।

 প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২০, ০৫:২০ অপরাহ্ন   |   চট্টগ্রাম


মোরশেদ আলম, সোনাইমুড়ীঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৯নং দেওটি ইউনিয়নের সাধারণ জনগণের আস্থাভাজন সাংবাদিক টি,এ,সেলিমকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চায়, নান্দিয়াপাড়া, নবগ্রাম, রুহুল আমিন নগর (বাগপাঁচরা), সরকাম্তা,ডুমুরিয়া,আন্দিরপাড়, শুরহলীসহ দেউটি ইউনিয়নের সাধারণ জনগণ। 

জরাজীর্ণ এই ইউনিয়নের কিছু কিছু জায়গায় এখনো উন্নয়নের বিন্দু মাত্র ছোঁয়া পড়েনি। বিগত ৫০ বছরেও উল্লেখিত এলাকাগুলোর কেউ চেয়ারম্যান হতে পারেনি তাই জনগণ সকল দলমত নির্বিশেষে সৎ, যোগ্য, শিক্ষিত, সাধারণ জনগণের সেবায় আত্মনিবেদিত, ভদ্র মার্জিত একজন চেয়ারম্যান হিসেবে বেঁচে নিয়েছেন আস্থাভাজন ব্যক্তি সাংবাদিক সেলিমকে। 

সাংবাদিক টি,এ,সেলিম ২০০১ সালে সোনাইমুড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য। বর্তমান ২০২০-২২ সালের প্রেসক্লাব নির্বাচনে  দপ্তর সম্পাদক পদে রয়েছেন। তিঁনি বিশিষ্ট চিত্রশিল্পী হিসেবেও সকলের পরিচিত মুখ। নোয়াখালীর সর্বত্র সাংবাদিক মহলসহ সকলের সাথে ভাতৃত্বের বন্ধনে তিনি সকলের আস্থা এবং বিশ্বস্ত হয়ে উঠেন। 

টি,এ,সেলিম বলেন, আগামী বছরের ২০২১ সালের মার্চে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ আমাকে তাদের যোগ্য মনে করে চেয়ারম্যান পদে দাঁড়ানোর জন্যে করছে। তাই আমি আমার ইউনিয়নবাসীর জন্য, ইউনিয়নের উন্নয়নের জন্য চেয়ারম্যান পদে আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যপারে আশাবাদী। সকলের দোয়া এবং ভালোবাসা পেলেই এগিয়ে যেতে চাই।

চট্টগ্রাম এর আরও খবর: