সন্দ্বীপ নৌবাহিনী কন্টিনজেন্ট কতৃক টহল, সামাজিক দুরুত্ব বজায় রাখুন, মাষ্ক ব্যাবহার করুন ও সুস্হ থাকুন।

 প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৬ অপরাহ্ন   |   চট্টগ্রাম


পুষ্পেন্দু মজুমদার, চট্টগ্রাম  প্রতিনিধি ঃ

 সন্দ্বীপে করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব রক্ষা ও পণ্যমূল্য  স্থিতিশীল রাখতে নৌবাহিনী ও পুলিশের   টহল।

দ্রব্যমূল্য বৃদ্বির লাগাম টানতে, মূল্য তালিকায় দাম বৃদ্বি প্রতিরোদে উত্তর সন্দ্বীপ সাব-লেফটেন্যান্ট আমিনুল ইসলাম, (এক্স) এর নেত্বেত্বে, গোয়েন্দা বিভাগের  চৌকস অফিসার  মোঃ হাসিব  সহ পূর্নাঙ্গ টিম নিয়ে  বাজার মনিটরিং।


এ ছাড়া ও সঠিক দামে পন্য বিক্রয়, পন্য তালিকা প্রদর্শন, পরিচ্ছন্নতা, দুরুত্ব বজায় রেখে চলাচল,অযথা বাজারে ঘুরাফিরা, মাষ্ক পরিধান  নিণ্চিত করতে  নির্দেশ দেয়।উক্ত অভিযান অব্যাহত রাখবেন বলে সর্তকবার্তা দিয়েছেন।পরবর্তিতে এর ব্যাতিক্রম ঘটলে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গন্য করে প্রয়োজনিয় ব্যাবস্হা নিবেন।


ক্রমাগত বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা।সামাজিক দুরুত্ব বজায় রাখা ও নিয়মিত স্বাস্হ্যবিধি মেনে চলা ছাড়া অন্যকোন পদ্বতিতে করোনা সংক্রামন এড়ানো সম্বভ নয় এই মুহুত্বে।


তাই সবাই সর্তক থাকুন,নিরাপদ থাকুন।সরকারি স্বাস্হ্য বিধি মেনে চলুন।

চট্টগ্রাম এর আরও খবর: