সন্দ্বীপে সেবা ফাউন্ডেসান গাছুয়া ইউনিয়ন আহব্বায়ক কমিটি গঠন

পুষ্পেন্দু মজুমদার,চট্টগ্রাম প্রতিনিধি ঃ
"জাগ্রত হোক সৎ ইচ্ছা শক্তি " এই শ্লোগান নিয়ে এগিয়ে যাওয়া সংগঠন সেবা ফাউন্ডেসান সন্দ্বীপ উপজেলার অধীনে প্রতিটি ইউিয়ন কমিটি গঠন শুরু হয়েছে। তার ধারাবাহিকতায় বৃহত্তর গাছুয়া ইউনিয়ন আহব্বায়ক কমিটির দেওয়া হয়েছে গতকাল ১৬-০৯-২০২০ ইং।
সন্দ্বীপ গাছুয়া কালী বাড়ি প্রাজ্ঞনে আয়োজিত সভার সভাপতিত্ব করেন পুষ্পেন্দু মজুমদার। ইউনিয়ন সমন্বয় কারী দিপু দাস শুরুতে পবিত্র গীতাপাঠ, অর্জুন দাস এর সঞ্চালনায় সংগঠনের উদ্দেশ্য আর্দশ নিয়ে অালোচনায় অংশ নেন উপজেলা কমিটির ব্যাক্তিবর্গ।
শুরুত্বে রাজ চৌধুরী দিক নির্দশনা মূলক বক্ত্যব প্রদান করেন।এর পরই সাজু মজুমদার ধর্মিয় আচার, নিয়ম কানুন সম্বদ্বে বক্ত্যব প্রদান করেন।হৃদয় মজুমদার বলে প্রতিটি পাড়ায় হোক গীতা নিকেতন,আমাদের ভাই,বোন হোক গীতার আলোয় আলোকিত।
এর পর পরই সকল সারথী মিলে ৫ সদস্য বিশিষ্ট্য একটি আহব্বায়ক কমিটি গঠন করা হয়।
আহব্বায়ক। -দিপু দাস
যুগ্ন-আহব্বায়ক-শিমুল দাস
সদস্য সচিব-শিবলাল দাস
সদ্যস -সুমন দাস
সদ্যস। -মিলন দাস
সভায় বক্তারা বলেন -জাগ্রত হোক সৎ ইচ্ছা শক্তি।সত্য ও শান্তির অন্বেষণে তারুন্যের অভিযাত্রায় সেবা ফাউন্ডসান সারাদেশে স্বাত্বিক পুজা উদযাপন,রক্ত দান, দুঃস্থ ও অসুস্থ রোগীদের সহায়তা, ফ্রি-ব্লাড গ্রুপিং,গীতা নিকেতনের মাধ্যমে গীতা শিক্ষা প্রদান,বাল্য বিবাহ প্রতিরোধ, শিক্ষা উপকরন সহায়তা সহ প্রতিনিয়ত বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে । সেবা ফাউন্ডসান অনেকের কাছে আজ অনুকরনীয় সংগঠন।
তাই আজকে সভার মাধ্যমে যে শক্তিশালী কমিটি গঠন হয়েছে সকল সারথী কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করবে এটাই আমাদের প্রত্যাশা।।
পরিশেষে সভার সভাপতি পুষ্পেন্দু মজুমদার সবার মঙ্গল কামনা ও দেশবাসি সবার সুস্হতা কামনা করে অনুষ্ঠান এর সমাপ্তি ঘোষনা করেন।