রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু।

 প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৮ পূর্বাহ্ন   |   চট্টগ্রাম


লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি শরিফ হোসেন


লক্ষ্মীপুরের  রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নে ৭নং ওয়ার্ড মোল্লার হাট বাজারের পাশে খাসপুকুর পাড় গ্রাম। আজ শনিবার (১৯ আগস্ট) বিকাল ৪টায় দিকে হজল হক চৌকিদার (৬৫) নামে এক বৃদ্ধ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়।এনিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।গত এক সপ্তাহ আগেও এক দিন মজুর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান।একদিকে পল্লী বিদ্যুৎ সংযোগ দেওয়া ফলে গাছের ঢাল না কাটায় একের পর এক মৃত্যুর ঘটনা বাড়ছে।অন্যদিকে স্থানীয়দের মাঝে  জনসচেতনতা না থাকায় দুর্ঘটনা বাড়ছে।


সরেজমিনে গিয়ে জানা যায়, দিন মজুর হজলহক চৌকিদার কর্মের তাগিদে  আহমেদ আলী(৭৫) সরকারের নারিকেল  গাছের ঢাল কাটতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান।স্থানীয়রা  কল সেন্টার  ৯৯৯ নাম্বারে কলে দিলে রায়পুর  ফায়ার সার্ভিস  স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌছায়।


ঘটনার স্থানে হাজীমারা ফাঁড়ি পুলিশ ও রায়পুর  ফায়ার সার্ভিস  স্টেশনের অফিসার মো: নজরুল ইসলামের নেতৃত্বে ১০ জন ফায়ার সার্ভিস কর্মী মিলে হজল হক চৌকিদারের লাশ উদ্ধার করে।

এনিয়ে রায়পুর ফায়ার সার্ভিস অফিসার মো: নজরুল ইসলাম সাংবাদিকদের জানায়, ৯৯৯ এ কল পেলে আমি ও আমার টিম অতিদ্রুত  ঘটনারস্থলে এসে পৌছাই।ততক্ষণে  হজলহক চৌকিদার মারা যান।

চট্টগ্রাম এর আরও খবর: