চবির সাবেক উপাচার্য নূরুদ্দিন চৌধুরী মারা গেছেন।

 প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৭:১২ পূর্বাহ্ন   |   চট্টগ্রাম


কাজেমুল হাসান শাহেদ, (চবি প্রতিনিধি):

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য, ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন, মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর এ. জে. এম. নূরুদ্দিন চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে চবি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বাদ যোহর চট্টগ্রামের দামপাড়াস্থ জমিয়তুল ফালাহ জামে মসজিদে জানাজা শেষে কদম মোবারক গোরস্থানে দাফন করা হবে।

চট্টগ্রাম এর আরও খবর: