দৌলতপুরে- শুভেচ্ছা সমাবেশ করলেন জন-নন্দিত নেতা, তোজাম্মেল হক তোজা

 প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন   |   সারাদেশ




রবিউল আলম,দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি।



মানিকগঞ্জের দৌলতপুর  উপজেলায়  আজ শনিবার  (৪ই অক্টোবর ) বিকালে দৌলতপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে , বিএনপির উদ্যোগে দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা'র  লিফলেট বিতরণ ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শুভেচ্ছা সমাবেশ করলেন- দৌলতপুর,ঘিওর, শিবালয়ের  নন্দিত জননেতা, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা কৃষক দলের আহব্বায়ক,দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তোজাম্মেল হক তোজা।


তিনি সমাবেশে বক্তৃতায় বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে, স্মরণকালের অন্যতম কঠিন নির্বাচন। যাদের গত ১৫ বছরের আন্দোলন-সংগ্রামে দেখা যায়নি, তারা এখন মনোনয়নের জন্য তৎপর হয়ে তৃণমূলের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। বিএনপির তৃণমূল নেতাকর্মীদেরকে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।”


তোজাম্মেল হক তোজা আরও বলেন “দেশনায়ক তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র এখনো চলছে। তবে সব বাধা মোকাবেলা করে তিনি খুব শিগগিরই দেশে ফিরে আসবেন- ইনশাআল্লাহ। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তির জন্য তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফার বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় গেলে এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।”


অনুষ্ঠানের প্রথমেই মুফতি মুহাম্মদ শরীফ বিন আরফান এর মোনাজাত ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান আরম্ভ হয়। মোনাজাতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর  রহমানের আত্মার মাগফেরাত কামনা সহ: দেশ ও জাতির সকলের মঙ্গল কামনা ও আজকের অনুষ্ঠানের শিরোমণির  তোজাম্মেল হক তোজার ধানের শীষ প্রতীক নিয়ে জনগণের সেবার সুযোগের প্রার্থনা করা হয়।


এসময় আরও উপস্থিত ছিলেন- সরকারি মতিলাল ডিগ্রী কলেজের সাবেক ভিপি ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: নুরুজ্জামান (রাশেদ), সাদেকুর রহমান (তুলা) সাবেক আহবায়ক কৃষক  দল মোঃ শওকত মাস্টার, দৌলতপুর উপজেলা কৃষক দল সাবেক সদস্য সচিব, মির্জা বাদল, যুগ্মসাধারণ সম্পাদক কৃষক দল, মো: রাজিব খান,সভাপতি, দৌলতপুর উপজেলা জিয়া মঞ্চ প্রমুক।

সারাদেশ এর আরও খবর: