বড়াইগ্রামে বিশ্ব শিক্ষক দিবসে ‘গুণী প্রধান শিক্ষক’ সম্মাননা পেলেন আরিফুল ইসলাম তুষার।

 প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন   |   সারাদেশ




নাটোর প্রতিনিধি:

শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দায়িত্ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো নাটোরের বড়াইগ্রামেও উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এদিন গুণী প্রধান শিক্ষক হিসেবে সম্মাননা প্রদান করা হয় বড়াইগ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম তুষারকে।সম্মাননা প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে আরিফুল ইসলাম তুষার বলেন,এই স্বীকৃতি আমার দায়িত্ববোধকে আরও গভীর করেছে। উপজেলা নির্বাহী অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষা পরিবারের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া চাই, যেন অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষক সমাজের প্রতিনিধিরা।

পরে শিক্ষক সমাজের মর্যাদা, শিক্ষার গুণগত মান উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সারাদেশ এর আরও খবর: