বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ভবেরবেড় গামী কাঁচা রাস্তার উপর হতে ৩২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক ব্যবসায়ীসহ ২ জন আসামী গ্রেফতার।

 প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১১:০৬ অপরাহ্ন   |   সারাদেশ




মোশারেফ হোসেন যশোর প্রতিনিধিঃ

যশোর জেলার বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ)/মোঃ খায়রুল ইসলাম সংগীয় ফোর্স সহ ০৭/১০/২০২৫ তারিখ বেনাপোল পৌরসভাধীন রেলওয়ে পুলিশ ফাঁড়ীর পিছনের ভবেরবেড় গামী কাঁচা রাস্তার উপর হতে মোঃ আজিমুল শেখ (৪৫) এর পরিহিত লুঙ্গীর ডান পার্শ্বে কোচর এর মধ্যে হতে ৩২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করে। থানায় হাজির হয়ে এজাহার দায়ের করে। উক্ত এজাহারের প্রেক্ষিতে একটি মাদক মামলা রুজু হয়। উল্লেখ্য যে, ধৃত আসামী মোঃ আজিমুল শেখ (৪৫) এর নামে একাধিক মাদক মামলা আছে। 


যশোর জেলার বেনাপোল পোর্ট থানার এএসআই (নিঃ)/মোঃ রফিকুল ইসলাম সংগীয় ফোর্স সহ ০৭ অক্টোবর, ২০২৫ তারিখ বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচায়না করে জিআর পরোয়ানা ভুক্ত আসামী মোঃ আলীম হোসেনকে গ্রেফতার করে। 


গ্রেফতারকৃত সকল আসামীকে ইং ০৭/১০/২০২৫ তারিখ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।


গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ-

১. নামঃ- মোঃ আজিমুল শেখ (৪৫)

পিতার নাম: তোরাপ শেখ 

গ্রাম- ভবেরবেড়, থানা- বেনাপোল পোর্ট, জেলা -যশোর।


গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীর নাম ও ঠিকানাঃ-

১. নাম-মোঃ আলীম হোসেন

পিতা-মৃঃ সামসুর মোড়ল৥ হাবলা

সাং-ভবেরবেড় পশ্চিমপাড়া

উভয় থানা- বেনাপোল পোর্ট, জেলা -যশোর।

সারাদেশ এর আরও খবর: