আমতলীতে এক নারীসহ ৩ বিকাশ প্রত্যারক গ্রেপ্তার।

 প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন   |   সারাদেশ




মাইনুল ইসলাম রাজু


আমতলী (বরগুনা) প্রতিনিধি।


বরগুনার আমতলীতে এক নারীসহ ৩ বিকাশ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে গ্রেপ্তারের পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। 


আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিকাশের মাধ্যমে প্রতারনা করে আমতলী উপজেলার গাজীপুর বাজারের আলতাফ খানের স্ত্রী গৃহবধূ লাইজু বেগমের নিকট থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কলাপাড়া উপজেলার মাছুয়াখালী ইউনিয়নের দেবপুর গ্রামের নাসির উদ্দিন হাওলাদারের ছেলে সুজন হালাদার (২৪) এবং আমতলী সদর ইউনিয়নের টিয়াখালী গ্রামের দেলোয়ার হোসেন এর ছেলে আঃ রহমান (২৮) ও তার স্ত্রী সুমি (২২) গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে প্রত্যারনার অভিযোগে আমতলী থানায় মামলা হয়েছে। 


সোমবার দুপুরে গ্রেপ্তার হওয়া ৩ জন বিকাশ প্রত্যারককে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।


আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, বিকাশের মাধ্যমে প্রত্যারনা করার অভিযোগে দায়েরকৃত মামলায় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সারাদেশ এর আরও খবর: