পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ০৩ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের প্রশিক্ষণ পরিদর্শন করেনঃ ডিআইজি খুলনা।

মোশারেফ হোসেন যশোর প্রতিনিধিঃ
যশোর পুলিশ লাইন্স (ব্যারাকের নিচতলায়) প্রশিক্ষণ কক্ষে নির্বাচনী দায়িত্ব সুষ্টুভাবে সম্পাদনের লক্ষ্যে কনস্টেবল হতে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের ০৩ দিন মেয়াদী দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কোর্স (১ম ব্যাচ) ইং- ০৫/১০/২০২৫ খ্রিঃ তারিখ শুরু হয়। উক্ত কোর্সের মাধ্যমে নির্বাচনকালীন সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বাস্তব ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। উক্ত ০৩ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের প্রশিক্ষণ সরেজমিনে পরিদর্শন করেন জনাব শেখ জয়নুদ্দীন, পিপিএম-সেবা, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) রেঞ্জ ডিআইজির কার্যালয়, খুলনা মহোদয়। অ্যাডিশনাল ডিআইজি মহোদয় কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদেরকে নির্বাচনকালীন ডিউটি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন জনাব রওনক জাহান, পুলিশ সুপার, যশোর মহোদয়।
আরো উপস্থিত ছিলেন জনাব রুহুল আমিন, (অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, যশোর ও উক্ত প্রশিক্ষণের ফোকাল পয়েন্ট কর্মকর্তা), জনাব আহসান হাবীব, (অতিরিক্ত পুলিশ সুপার ক- সার্কেল, যশোর) এবং জেলা পুলিশ, যশোরের অন্যান্য অফিসারবৃন্দ।