বড়াইগ্রামে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন।

 প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন   |   সারাদেশ




স্টাফ রিপোর্টার


একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫।মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ সজীব আল মারুফ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন, উপজেলা সমবায় অফিসার মোঃ আমজাদ হোসেন, এবং উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মোছাঃ ডালিয়া পারভীন প্রমুখ।আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণ ব্যক্তিরা সমাজ ও পরিবারের অভিজ্ঞতা, জ্ঞান ও ঐতিহ্যের ধারক। তাঁদের জীবনের অভিজ্ঞতা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। সমাজে প্রবীণদের মর্যাদা, সম্মান ও অধিকার রক্ষায় সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে।অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক এবং প্রবীণদের কল্যাণে সরকারের বিভিন্ন সেবামূলক উদ্যোগ তুলে ধরা হয়।

সারাদেশ এর আরও খবর: