পুলিশ সুপারের কার্যালয়ের যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ও নগদ অর্থ প্রতারণাকৃত হস্তান্তর অনুষ্ঠিত।

মোশারেফ হোসেন যশোর প্রতিনিধিঃ
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি যশোর এর ধারাবাহিক সাফল্য অব্যাহত। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি যশোর জনগণের সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ইং- ০৬/১০/২০২৫ খ্রিঃ সকাল ১১.৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হল রুমে আগস্ট /২০২৫ খ্রিঃ মাসে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি যশোর কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ও নগদ অর্থ (প্রতারণাকৃত) হস্তান্তর অনুষ্ঠিত হয়। ২০২২ সালে ০৪ টি, ২০২৩ সালে ০৪ টি, ২০২৪ সালে ১৩ টি, ২০২৫ সালে ২৮ টি সাধারণ ডায়েরী ভূক্ত সর্ব মোট ৫৩(তিপান্ন) টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনের প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়। ভুলবশতঃ অন্য নাম্বারে চলে যাওয়া ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত ১১ জন ভুক্তভুগীর নগদ/বিকাশের সর্বমোট ৭৫,০০০/-(পঁচাত্তর হাজার) টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়। ১১ টি ইমো আইডি রিকোভারি করা হয়েছে। ১৮ টি হোয়াটসঅ্যাপ আইডি পূনরুদ্ধার করা হয়েছে। বিভিন্ন থানায় নিখোঁজ ব্যাক্তি/ভিকটিম উদ্ধারে থানা পুলিশকে সহায়তা করে ২১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। টেলিগ্রাম প্রতারক সনাক্তপূর্বক ০৪(চার)টি মোবাইল, ০৫ (পাঁচ)টি মোবাইল সিম, ০১(এক) টি ল্যাপটপ উদ্ধার ও ০৩ জন আসামী গ্রেফতার করে। এছাড়াও বিভিন্ন থানার ক্লুলেস মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারে সহায়তা প্রদান করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়।
এসময় সম্মানিত পুলিশ সুপার মহোদয় দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, তিনি মোবাইল বা অন্যান্য ডিভাইস ব্যবহারে আরো বেশি সতর্কতা অবলম্বন করতে বলেন।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি, যশোর কর্তৃক আগষ্ট/২০২৫ খ্রিঃ মাসের উদ্ধারঃ
০১। মোবাইল উদ্ধার ৫৩ টি। যাহার অনুমানিক মূল-১০,৩০,০০০/-(দশ লক্ষ ত্রিশ হাজার টাকা)
০২। ইমো আইডি রিকোভারি ০৮ টি
০৩। হোয়াটসঅ্যাপ আইডি পূনরুদ্ধার ২১ টি
০৪। নগদ/বিকাশের টাকা উদ্ধার ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার)
০৫। ভিকটিম উদ্ধার ২১ জন
০৬। টেলিগ্রাম প্রতারক সনাক্তপূর্বক ০৪(চার)টি মোবাইল, ০৫(পাঁচ)টি মোবাইল সিম, ০১(এক)টি ল্যাপটপ উদ্ধার ও ০৩ জন আসামী গ্রেফতার।
সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক থাকুন।