যশোর সদরের তারাগঞ্জ বাজার এলাকায় বিজিবির অভিযানে ৫ooo হাজার পিস ট্যাপেস্ট্যাডোল উদ্ধার।

মনা যশোর প্রতিনিধিঃ
যশোর সদরের তারাগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৫ হাজার পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার সকাল প্রায় নয়টার দিকে ৪৯ বিজিবির হাবিলদার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে নড়াইল এক্সপ্রেস নামের একটি বাস তল্লাশি করে এসব ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবেন্টাডোল ট্যাবলেটের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।