ভিটামিন 'এ' খাওয়ান,শিশু মৃত্যু ঝুঁকি কমান

১ং টেংরাখোলা, ওয়ার্ড নং ০৩
মুকসুদপুর, গোপালগঞ্জ।
ভিটামিন 'এ' খাওয়ান,শিশু মৃত্যু ঝুঁকি কমান।
আগামীকাল ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত সারা দেশব্যাপী চলবে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যম্পেইন ২০২১।
৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে নির্ধারিত দিনে নির্ধারিত টিকাদান কেন্দ্রে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।
অভিভাবকগন কে অনুরোধ করা যাচ্ছে, মুখে মাস্ক ব্যবহার করে আপনার শিশুকে নিকটস্থ ইপিআই কেন্দ্রে নিয়ে আসুন এবং শারীরিক দূরত্ব বজায় রেখে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করুন।
০৫-০৬-২১ ইং রোজ শনিবার ব্লক ং ক/১ গ্রাম ছোট বাহাড়া
কেন্দ্র / বাড়ির মালিকের নামঃপরিমল মালো।
০৭-০৬-২১ ইং রোজ সোমবার ব্লক নং ক/২ গ্রাম ঃগোলাবাড়িয়া
কেন্দ্র /বাড়ির মালিকের নাম ঃ হারাধন মন্ডল (প্রধান শিক্ষক)
০৮-০৬-২১ইং রোজ মঙ্গলবার, ব্লক নং খ/১, গ্রাম ঃ কমলাপুর
কেন্দ্র /বাড়ির মালিকের নাম ঃ রিপন ফকির (জোবেদা মঞ্জিল)
১০-০৬-২১ ইং রোজ বৃহষ্পতিবার, ব্লক নং খ/২,গ্রাম কমলাপুর
কেন্দ্র /বাড়ির মালিকের নাম ঃহিরু মিয়া।
১২-০৬-২১ ইং রোজ শনিবার, ব্লক নং গ/১, গ্রাম ঃকমলাপুর
কেন্দ্র /বাড়ির মালিকের নাম ঃমোছা ফকির।
১৪-০৬-২১ইং রোজ সোমবার, ব্লক নং গ/২, গ্রাম ঃকমলাপুর
কেন্দ্র/বাড়ির মালিকের নাম ঃভুলু মোল্লা (খুন্নারের মোড়)
১৫-০৬-২১ ইং রোজ মঙ্গলবার, ব্লক নং ঘ/১, গ্রামঃ কমলাপুর
কেন্দ্র/বাড়ির মালিকের নাম ঃকমলাপুর কমিউনিটি ক্লিনিক (সি,সি)।
১৭-০৬-২১ ইং রোজ বৃহস্পতিবার, ব্লক ং ঘ/২, গ্রাম ঃকমলাপুর
কেন্দ্র /বাড়ির মালিকের নাম ঃবাবু মোল্লা (খুন্নারের মোড়)